টানা দুই জয়ের পর প্রোটিয়াদের কাছে হারল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

টানা দুই জয়ের পর প্রোটিয়াদের কাছে হারল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ের বিপক্ষে শতরানে জয়ের সাউথ আফ্রিকাকেও হারায় আজিজুল হাকিম তামিমের দল। তৃতীয় ম্যাচে এসে প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হার দেখেছে যুবা টিম টাইগার্স।

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৪.৫ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ৩৬.৫ ওভারে ৫ উইকেট হাতে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।

টাইগার যুবাদের মধ্যে কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। ৮১ বলে ৫৯ রান করেছেন আজিজুল হাকিম তামিম। ৬১ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন কালাম সিদ্দিকী। এছাড়া রিজান হোসেন করেন ৩৮ বলে ১৭ রান।

প্রোটিয়াদের হয়ে জেসন রাউলস ৩ উইকেট নেন। এনটান্ডো সনি ও বায়ান্ডা মাজোলা নেন দুটি করে উইকেট।

প্রোটিয়াদের জয়ের পথে সর্বোচ্চ রান করেছেন আরমান মানাক। ৭৮ বলে ৫৭ রান করেন তিনি। ৪৯ বলে ৪১ রান করেন জেসন রাউলস। এছাড়া মোহাম্মদ বুলবুলিয়া করেন ৪২ বলে ৩৯ রান। ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টাইগার যুবাদের হয়ে আল ফাহাদ তিন উইকেট নেন। ইকবাল হোসেন ইমন ও দেবাশীষ দেবা নেন একটি করে উইকেট।

Scroll to Top