টানা তৃতীয় জয়ের খোঁজে স্কটল্যান্ড পরীক্ষার মুখে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

টানা তৃতীয় জয়ের খোঁজে স্কটল্যান্ড পরীক্ষার মুখে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় দুর্দান্ত জয় তুলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ায় জয়ের রেকর্ড গড়েছেন জ্যোতি-রিতু মনিরা। আইরিশদের থেকে ম্যাচ কেড়ে নেন ম্যাচসেরা রিতু। সেই সুখস্মৃতি নিয়ে এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে টিম টাইগ্রেস।

দুই জয়ে ৪ পয়েন্টে এবং নেট রানরেটে টেবিল টপার বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান এবং তিনে আছে স্কটল্যান্ডের মেয়েরা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা স্কটিশরা দুই জয় পেয়েছে। দলটি প্রথম ম্যাচে হারায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। এরপর স্বাগতিক পাকিস্তানের কাছে হারলেও পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় তুলেছে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ের গল্প লিখেছেন মিডিয়াম পেস অলরাউন্ডার রিতু মনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতুর ফিফটিতে ওয়ানডেতে বাংলাদেশ তাড়া করে নিজেদের রেকর্ড জয় পায়। রিতুর পাঁচ ব্যাটারের সাথে ছোট-বড় পাঁচটি জুটি এবং ৬১ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পাশাপাশি বাংলাদেশকে দুর্দান্ত জয় উপহার দেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের ২ উইকেট এবং ৮ বল হাতে রেখে জয়ের হিসাবটা সহজ দেখালেও একটা সময় ম্যাচ চলে যাচ্ছিল আইরিশদের হাতে। সেখান থেকে লাগাম টেনে আনেন রিতু, তাকে যোগ্য সঙ্গ দিয়ে নাহিদা আক্তার নবম উইকেটে গড়েছিলেন অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি। সেই জুটি দলকে পৌঁছে দিয়েছিল জয়ের বন্দরে। তার আগে ৫১ রান করে কিছুটা কাজ এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারায় থাইল্যান্ডের মেয়েদের। ওয়ানডে ইতিহাসে রানের দিক থেকে এটি লাল-সবুজের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়।

থাইল্যান্ডের বিপক্ষে বহু রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেয়ার ঘটনা এটিই প্রথম।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৫ তারিখে স্কটল্যান্ডের পর ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Scroll to Top