টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

টাঙ্গাইলের গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ৫ মার্চ সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া এবং বিকেলে ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে মাদরাসা ছাত্র সিয়াম (৮) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী স্বরস্বতী দেবনাথ (৫৭) ।

পুলিশ জানায়, সকালের দিকে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামে অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি পিকআপের চাপায় গুরুতর আহত হয় সিয়াম। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিয়াম মারা যায়।

বিকেলে গোপালপুর থেকে মধুপুর যাওয়ার পথে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় অটোরিক্সা থেকে পড়ে যায় স্বরস্বতী দেবনাথ। এসময় পিছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Reneta April 2023

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Scroll to Top