ম্যাচটা যখন টাইব্রেকারে গড়ায়, হয়তো একটু বেশিই আশাবাদী ছিল লিভারপুল। গোলপোস্টের নিচে যে আলিসন বেকার আছেন!
কিন্তু প্রথম লেগে ৯টি সেভ করা লিভারপুল গোলকিপার এবার টাইব্রেকারে ঠেকাতে পারলেন না একটি শটও। কিন্তু পিএসজির হয়ে দুটি শট ঠিকই আটকে দিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে গোলকিপার দোন্নারুম্মার বীরত্বে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে ফাইনালে উঠেছে পিএসজি। শেষ ষোলোতেই বিদায় হয়েছে লিভারপুলের।
বিস্তারিত আসছে ।