এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না শান্ত। তার আগে অবশ্য সাউথ আফ্রিকা সিরিজের মাঝে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন। আগামী বছর গড়াতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার নেতৃত্বে যাবে বাংলাদেশ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেবে বছর শেষে।
শনিবার মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন, অধিনায়ক প্রসঙ্গে আলোচনা করেননি তারা। পরে আলাপ করে সিদ্ধান্ত নেবে বোর্ড।
বলেছেন, ‘আসলে এই মুহূর্তে মাত্র একটা সিরিজ শেষ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের আর খেলা নেই। ছেলেরা বিপিএল খেলবে। আমাদের হাতে সময় আছে। এই ব্যাপারে কোনো আলাপ হয়নি। সময়মতো আমরা আলাপ করে নেব। শান্তর অধিনায়কত্বের মেয়াদ তো ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের পরেই আমরা সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, কুঁচকির চোটে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টুয়েন্টিতে লিটন কুমার দাসের নেতৃত্বে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।