টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

আরব-আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশেকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে আরব-আমিরাত।

বাংলাদেশ একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীর। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশ শুধু একবারই আরব-আমিরাতের মুখোমুখি হয়েছিল। ২০১৬ সালের এশিয়া কাপ ম্যাচে। সেদিন ৫১ রানের সহজ জয় পায় বাংলাদেশ দল। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় পর আজ সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ একাদশ:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

আরব-আমিরাত একাদশ:

সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কার্তিক মেইয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলি ও আয়ান খান।

Scroll to Top