<![CDATA[
আগামী বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
আরও পড়ুন: লতার ৫ উইকেট, বাংলাদেশের সহজ জয়
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। তিন হারের বিপরীতে আছে ছয় জয়। দুদলের সবশেষ দুটি ম্যাচ ছিল টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে। যেখানে দাপটের সঙ্গেই জয় পেয়েছিল টাইগ্রেসরা।
আরও পড়ুন: বাছাইপর্বে নারী দলের প্রথম চ্যালেঞ্জ আয়ারল্যান্ড
বাংলাদেশ, আয়ারল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। নিজেদের গ্রুপ তো বটেই, বাংলাদেশের নারীরা পুরো বিশ্বকাপ বাছাইয়ের দলগুলোর মধ্যেই আছে সর্বোচ্চ অবস্থানে। ‘বি’ গ্রুপে লড়বে জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
]]>