বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামল বাংলাদেশ। সাকিবসহ আরও বেশ কয়েক খেলোয়াড় বিশ্রামে, আরও একবার অধিনায়কত্ব সামলাচ্ছেন লিটন দাস। দীর্ঘ বিরতির পর সেরা একাদশে ফিরলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
এই ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে। এদিন টস জিতে আগে ফিল্ডিং বেছে নিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ সফরে সর্বশেষ ২০০৮ সালে টাইগারদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারের লজ্জা পায় নিউজিল্যান্ড। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সর্বশেষ ২০১৩ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড।
তবে বাংলাদেশ দল ওয়ানডেতে শেষবার নিউজিল্যান্ডকে হারিয়েছিল ২০১৭ সালে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কার্ডিফে সেই জয় এসেছিল সাকিব-রিয়াদের ব্যাটে। এরপর টানা সাতবার জয় পেয়েছে কিউইরা। পরিসংখ্যান বদলে দেওয়ার মিশন এবার ঘরের মাঠে। সেঞ্চুরি হাঁকিয়ে ২০১৭’তে জয় নিশ্চিত করা রিয়াদ সেরা একাদশে থাকলেও নেই সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ,
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ-
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডিন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।