টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব – Allrounder BD

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব – Allrounder BD

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব – Allrounder BD

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একমুহুর্তও দেরি করেননি লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেট থেকে ফায়দা তুলে নিতেই ধনাঞ্জয়ার এমন সিদ্ধান্ত।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে এক বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। এছাড়াও টেস্টে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশেও এসেছে এক পরিবর্তন।

বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

Scroll to Top