টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান – Allrounder BD

টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান – Allrounder BD

টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান – Allrounder BD

বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। হাশমতউল্লাহ শহিদির দলের লক্ষ্যটা এবার অস্ট্রেলিয়া বধ, সেই লক্ষ্যে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হেরে শুরুটা করলেও টানা পাঁচটিতে জিতে সেমিতে এক পা দিয়ে রেখেছে প্যাট কামিন্সের দল। রশিদ খান-মোহাম্মদ নবীদের মঙ্গলবার হারাতে পারলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। তবে উপমহাদেশের কন্ডিশনে আফগানিস্তানকে হারানো সহজ হবে না অজিদের জন্য।

রহমানুল্লাহ গুরবাজ-ইবরাহিম জাদরানদের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের পরিবর্তে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। পরিবর্তন এসেছে আফগান শিবিরেও। ফজল হক ফারুকির বদলে একাদশে ফিরেছেন নাভিন উল হক।

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, নুর আহমেদ, মুজিবুর রহমান ও নাভিন উল হক।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়ানিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

Scroll to Top