টসে জিতে বোলিংয়ে ভারত, একাদশে শামি – Allrounder BD

টসে জিতে বোলিংয়ে ভারত, একাদশে শামি – Allrounder BD

টসে জিতে বোলিংয়ে ভারত, একাদশে শামি – Allrounder BD

এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক করণে ছুটি নেওয়ায় দলে নেই জাসপ্রিত বুমরাহ। তার পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ শামি।

প্রথমবারের মতো নেপালের বিপক্ষে খেলছে ভারত। ভিরাট কোহলি-শুবমান গিলদের সুপার ফোরে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে ভারতকে হারাতে পারলে পরের রাউন্ডে জায়গা করে নেবে নেপাল। তাই দুই দলের কাছেই এই ম্যাচ বাঁচা-মরার লড়াই। তবে এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

The post টসে জিতে বোলিংয়ে ভারত, একাদশে শামি appeared first on Allrounder BD.

Scroll to Top