টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম – Allrounder BD

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম – Allrounder BD

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম – Allrounder BD

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। পাকিস্তান ম্যাচ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব।

টুর্নামেন্টের ফাইনালে যেতে হলে টাইগারদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। শেষ অব্দি টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না দাসুন শানাকার দলও। প্রথম ম্যাচে সাকিবদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাশ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Scroll to Top