টর্নিও আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জিতল আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

টর্নিও আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জিতল আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফুটবল ইতিহাসের প্রাচীনতম টুর্নামেন্টগুলোর একটি টর্নিও আন্তর্জাতিক ফুটবল বা কোতিফ। স্পেনে ৪২ বছর ধরে আয়োজন হচ্ছে টুর্নামেন্টটির। বয়সভিত্তিক ক্লাব এবং দেশগুলো একে অপরের বিপক্ষে লড়াই করে প্রতিযোগিতায়। এ বছর আয়োজিত আসরে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ দল।

বুধবার রাতে স্পেনের ভ্যালেন্সিয়া রাজ্যের লা আলকুডিয়া শহরে আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ দল ২-০ গোলে হারিয়েছে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়াকে। তাতে টুর্নামেন্টে ৪ বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনার বয়সভিত্তিক দল। এর আগে ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

সেমিফাইনালে স্পেনের শহরভিত্তিক দল আলবোরায়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে স্পেন। ফাইনালে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে প্রথম থেকেই চাপে রাখে আর্জেন্টাইনরা। ম্যাচের ১৮ মিনিটে মিসায়েল জালাজার গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস ডি মার্টিস। আকাশি-নীলরা প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। শেষ অবধি ব্যবধান অটুট রেখে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা।

১৯৮৪ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয় টুর্নামেন্টটি। শুধু ২০২০ সালে করোনা মহামারির সময় গড়ায়নি।

Scroll to Top