টরন্টো, ০৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো এবং টরন্টোভিত্তিক বাংলাদেশী বংশোদ্ভুত চিত্রশিল্পিদের সংগঠন “আর্ট কোয়েস্ট, কানাডা” এর যৌথ উদ্যোগে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে “Art beyond boundaries – Celebrating Artistic Heritage of Bangladesh” শিরোনামে সপ্তাহব্যাপী একটি বিশেষ চিত্র প্রদর্শনী। ১লা ফেব্রুয়ারি দুপুর ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন। কানাডায় বসবাসরত ১৫জন বাংলাদেশী বংশোদ্ভূত চিত্রশিল্পীর মোট চল্লিশ (৪০)টি শিল্পকর্ম এ প্রদর্শনীতে প্রদর্শন করা হচ্ছে। এই প্রদর্শনী চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কনস্যুলেটের ইতিহাসে প্রথবারের মতো প্রবাসী বাংলাদেশী চিত্রশিল্পীদের নিয়ে আয়োজিত এ চিত্র প্রদর্শনী টরন্টোতে ব্যাপক সাড়া ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোতে নিযুক্ত জাপান, ইন্দোনেশিয়া, ঘানা, ফিলিপিন্স, পানামা-এর সম্মানিত কনসাল জেনারেলসহ অন্যান্য কনস্যুলেটের কূটনীতিকবৃন্দ, প্রবাসী বাংলাদেশী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শীর্ষপর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, চিত্রশিল্পী, আর্ট কোয়েস্ট-এর সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ, এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিগণ।
উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল বলেন, এ চিত্র প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে উন্নত শৈল্পিক ঐতিহ্য রয়েছে যেটা প্রসারের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। এছাড়া এ প্রদর্শনীর মাধ্যমে কানাডায় বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মকে বাংলাদেশের চিত্রকলা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা। এ প্রদর্শনী টরন্টোতে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির নাগরিকদের সাথে প্রবাসী বাংলাদেশীদের মেলবন্ধন তৈরী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আর্ট কোয়েস্ট কানাডা’র সাধারণ সম্পাদক সোনিয়া জাহান বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে বাংলাদেশী শিল্পীদের প্রতি তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ও আশা প্রকাশ করেন যে বাংলাদেশী কমিউনিটির সকল উদ্যোগে ভবিষ্যতে কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে।