টরন্টো, ১০ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেন্টারে রোববার ৯ ফেব্রুয়ারি,২০২৫ সন্ধ্যায় আবৃত্তি সংগঠন অন্যস্বর টরন্টো এবং অন্যথিয়েটার টরন্টো এর আয়োজনে ভালোবাসা দিবস, এবং প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে “বলতে এলাম ভালবাসি” অনুষ্ঠান।
প্রকৃতিতে বিরুপ আবহাওয়া, তুষার পড়ছে গুড়িগুড়ি। তবুও সন্ধ্যা সাড়ে সাতটার আগেই হলভর্তি মানুষ। শুনতে এসেছে ভালোবাসার কথা। ঠিক সাড়ে সাতটায় ফারিহা রহমানের ও মুনিমা শারমিনের পরিকল্পায়, গ্রন্থনায় মঞ্চে জ্বলে উঠে আলো। ফারিহা শুরু করেন, ভালোবাসার কথা। আর তখনই সুরে সুরে গেয়ে উঠেন শিরিন চৌধুরী আর মেহজাবিন বিনতে ওসমান।
আর এরপরে কবির ভাষা কণ্ঠে এনে বলেন ভালোবাসার কথা ফারিয়া শারমিন সেহেলী আর ইশতিয়াক মাহমুদ। একে একে এবার মঞ্চে আবৃত্তি করেন রওশন জাহান উর্মি, কাজি বাসিত, মুনিমা শারমিন, জনি গোমজ, ফারজানা হক বেবি, জুলিয়া নাসরিন। সকলেই একে একে বলে যান ভালোবাসার কথা, প্রেমের কথা।
আর মাঝখানে অতিথি হিসেবে হাজির হন সফল দম্পতি উল্লাস ও বিপাশা। দর্শকের শোনান তাদের নিজেদের জীবনের প্রেমর গল্প। দু’মেরুর দুই মানুষ, কি করে এক হলেন। সেই গল্প। অনুষ্ঠানে শেষ ভাগে রম্য শ্রুতি নাটক নিয়ে হাজির হয়, মুনিমা শারমিন আর মাসুদ পারভেজ। বিয়ে নিয়ে নানান নাটকীয়তার মজা দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
সংগঠনের প্রধান সংগঠক আহমেদ হোসেন উপস্থিত দর্শক সহ সাউন্ড ম্যনেজমেন্টের জন্য মামুনর রশিদ, আবহ সঙ্গীতে জন্য রুপতনু শর্মা আর মঞ্চটাকে সুন্দর করে সাজিয়ে দেবার জন্য বদরুদ্দোজা সিদ্দিক এবং পৃষ্ঠপোষকতাদের এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।