টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ তিনজন গ্রেপ্তার

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ তিনজন গ্রেপ্তার

নিজন্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ তিনজন গ্রেপ্তারটঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ তিনজন গ্রেপ্তার

বুধবার (২৮ মে) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

‎সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাতেই টঙ্গী পূর্ব থানায় শিশুটির সন্ধান চেয়ে তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ওই এলাকার লোকজনদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত কালামকে শনাক্তের পর মিরপুর থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ থেকে আলিফকে উদ্ধার এবং কালামের সৎবাবা আল আমিন ও মা তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনই শিশু অপহরণ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণের মামলা রয়েছে। তাঁদের শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

চাকরি নয় যেন পছন্দের পোস্টিংই মুখ্য!

Scroll to Top