ঝড়ের কবলে রিয়াল, হয়নি সংবাদ সম্মেলন | চ্যানেল আই অনলাইন

ঝড়ের কবলে রিয়াল, হয়নি সংবাদ সম্মেলন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পিএসজির সঙ্গে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে অনাকাঙ্খিত বিড়ম্বনায় পড়েছে রিয়াল মাদ্রিদ। বিরূপ আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ে নিউইয়র্ক পৌঁছায়নি লস ব্লাঙ্কোসদের ফ্লাইট। তাতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশগ্রহণ করতে পারেনি জাভি আলোনসোর দল। ইউরোপের সংবাদমাধ্যমগুলোর দাবি, পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে পর্যাপ্ত অনুশীলনও করতে পারেনি তারা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোপ সেরা পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেমির আগে ফ্লোরিডার পাম বিচে অনুশীলনের কথা ছিল রিয়ালের। সেখান থেকে উড়ে আসার পথে ভ্রমণ জটিলতায় বিমান উড্ডয়নে এক ঘণ্টা দেরি হয়। পরবর্তীতে গন্তব্যে নামার আগে ঝড়ের কবলে পরে আরও এক ঘণ্টা আকাশেই থাকতে হয় বিমানটির।

দেরিতে অবতরণের কারণে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো ও খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে ও থিবো কোর্ত্তয়াদের সংবাদ সম্মেলনে বাতিল করা হয়েছে।

অন্যদিকে উত্তর নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটিতে খানিকটা স্বাচ্ছন্দ্যে প্রস্তুতি সেরেছে তাদের প্রতিপক্ষ পিএসজি। তবে পুরো ক্লাব বিশ্বকাপ জুড়েই খেলোয়াড়দের জন্য আবহাওয়া ছিল আস্বস্তিকর। এবারের আসরে বৈরী আবহাওয়ার কারণে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচেরও সময়-সূচিতে আনতে হয়েছিল পরিবর্তন।

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে রোববার। রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ২০২১ চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল মহারণ।

Scroll to Top