এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার গ্রেডে বেতন বাড়ানোর পাশাপাশি ম্যাচ-সিরিজ জয়ের জন্য বোনাসও পাবেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা। শনিবার বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলা হয়েছে, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেয়া হয়েছে। নারী ক্রিকেটাররা বেতন পাবেন চার গ্রেডে। এরমধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে। চুক্তিবদ্ধ ১৮ ক্রিকেটারের মধ্যে শারমিন আক্তার, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তারকে সি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন মেয়াদের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার। তাদের পূর্বের বেতন ১ লাখ টাকা থেকে বেড়ে ১ লাখ ২০ হাজার করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার এবং রাবেয়া খানদের বেতন ২০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে আছেন সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, জাহানারা আলম ও স্বর্ণা আক্তার। ১০ হাজার টাকা করে বেড়ে তাদের বেতন ৭০ হাজার এখন। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী আক্তার বেতন পাবেন ৬০ হাজার করে। আগে তাদের ছিল ৫০ হাজার।
কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ জন খেলোয়াড়কে জাতীয় চুক্তিতে নেয়া হয়েছে। যা ছেলেদের ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির মতো। এখানে রয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদরা। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় চুক্তির মেয়াদ ধরা হয়েছে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানোর পাশাপাশি ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাস নির্ধারণ করে দিয়েছে বিসিবি। ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ের ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস মিলবে ১ লাখ টাকা। র্যাঙ্কিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।
টি-টুয়েন্টিতে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে ৫০ হাজার, ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার ও ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে ৩০ হাজার টাকা। সিরিজ জয়ের ক্ষেত্রেও সমপরিমাণ বোনাস দেয়া হবে।
কেন্দ্রীয় চুক্তির বাইরে জাতীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররা
সালমা খাতুন, রুমানা আহমেদ, ইসমা তানজিম, ফারিহা তৃষ্ণা, সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার, ফারজানা আক্তার, সুরাইয়া আজমীম, পূজা চক্রবর্তী, নিশিতা আক্তার নিশি, শম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস সুমনা, সাবেকুন নাহার জেসমিন, সানিজদা আক্তার মেঘলা, ফাতেমা জাহারা, রিয়া আক্তার শিখা, মিষ্টি শাহা, জান্নাতুল ফেরদাউস তিথি, আয়েশা আক্তার (জুনিয়র), ফুয়ারা বেগম, মোসাম্মৎ ইভা, সুমাইয়া আক্তার সুবর্ণা, জান্নাতুল মাওয়া, দীপা খাতুন, আফিয়া আষিমা ইরা, উন্নতি আক্তার, তাজ নেহার ও শরিফা খাতুন।