জ্বালানি সাশ্রয়ে ঢাবিতে ছাত্রলীগের সাইকেল র‍্যালি

জ্বালানি সাশ্রয়ে ঢাবিতে ছাত্রলীগের সাইকেল র‍্যালি

জ্বালানি সাশ্রয়ে ঢাবিতে ছাত্রলীগের সাইকেল র‍্যালি

জ্বালানি সাশ্রয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকেল র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ছাত্রলীগের নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। একইসঙ্গে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানান তারা।

ঢাবি ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, আমরা সকলে যেমন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবো, তেমনি অন্যদেরও সচেতেন হতে উৎসাহিত করবো, এটিই র‍্যালির মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদেরকে ক্লাসরুম থেকে শুরু করে নিজের আবাসিক রুমেও বিদ্যুৎ ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানান তারা।

/এমএন

Scroll to Top