জোকোর সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে বছরের সপ্তম শিরোপা সিনারের | চ্যানেল আই অনলাইন

জোকোর সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে বছরের সপ্তম শিরোপা সিনারের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ছেলেদের এককে ৯৯টি শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। শততম শিরোপা স্পর্শ করতে পারতেন সাংহাই মাস্টার্সে। তবে জান্নিক সিনারের সাথে পারলেন না। ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তিকে সরাসরি সেটে হারিয়ে বছরের সপ্তম শিরোপা জিতে নিয়েছেন ইতালির ২৩ বর্ষী সিনার।

রোববার ফাইনালে ৩৭ বর্ষী সার্বিয়ান জোকোকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিনার। সঙ্গে সবচেয়ে কমবয়সী হিসেবে সাংহাই মাস্টার্সের শিরোপা জেতার খেতাব অর্জন করেন।

GOVT

২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ ৭টি শিরোপা জিতলেন ইতালি তারকা। এবছর ৭১ ম্যাচ খেলে ৬৫টিতে জিতেছেন সিনার।

জয়ে জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও ৪-৪ সমতা টানলেন সিনার। জোকোর বিপক্ষে তার টানা তৃতীয় জয় এটি। সাংহাই মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেছেন, ‘এই রহস্য বলা কঠিন, কারণ তার কোনো দুর্বলতা নেই। তিনি সামান্য সুযোগ দেবেন, তা আপনাকে কাজে লাগাতে হবে। তিনি কিংবদন্তি এবং তার বিপক্ষে খেলা কঠিন।’

Scroll to Top