জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতলেন আলকারাজ – Allrounder BD

জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতলেন আলকারাজ – Allrounder BD

জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতলেন আলকারাজ – Allrounder BD

২৩ বারের গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচকে উইম্বলডনের ফাইনালে হারিয়ে দিয়েছেন। এ যেন বিশ্বাসই হচ্ছিলো না কার্লোস আলকারাজের! দুই হাত মুখে দিয়ে শুয়ে পড়লেন ঘাসে। প্রথমবার উইম্বলডন জেতায় ২০ বছর বয়সী আলকারাজকে অভিনন্দন জানালেন জোকোভিচ। স্প্যানিশ এই তারকার এর চেয়ে আনন্দের মূহুর্ত আর কি হতে পারে?

জোকোভিচকে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন আলকারাজ। গত বছর প্রথম ইউএস ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন তিনি।

প্রথম সেটে জোকোভিচের দূর্দান্ত জয় দেখে শুরুতে মনে হয়েছিলো আলকারেজকে উড়িয়ে দিয়ে আবারো শিরোপা জিততে যাচ্ছেন। কিন্তু দূর্দান্ত কামব্যাক করে পর পর দুই সেটে জেতেন আলকারাজ। সার্বিয়ান তারকাও ছেড়ে দেওয়ার পাত্র নন, চতুর্থ সেটে ম্যাচ টেনে নিয়ে যান শেষ সেটে। তবে শেষ সেটে জোকোভিচকে সুযোগ দেননি আলকারাজ।

শেষ সেটে জিতে দ্বিতীয় গ্র্যান্ড স্লামের স্বাদ পেলেন স্প্যানিশ এই ২০ বছর বয়সী তারকা। এই সাফল্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তিও গড়েন তিনি

Scroll to Top