জেল-জরিমানার মুখে রিয়াল কোচ আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

জেল-জরিমানার মুখে রিয়াল কোচ আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির বিরুদ্ধে স্পেনের একটি আদালতে কর ফাঁকির মামলা চলছে। তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে প্রায় পাঁচ বছর জেল হতে পারে। এ অভিযোগ প্রায় একযুগ আগের, যখন প্রথমবার স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব নিয়েছিলেন।

তার বিরুদ্ধে ইমেজ রাইটস লেনদেনে গরমিল ধরা পড়ার অভিযোগ। স্প্যানিশ কর কর্তৃপক্ষের মতে, বিদেশী শেল কোম্পানিগুলোতে কার্যক্রমে তিনি এ বিষয় গোপন করেছিলেন। প্রসিকিউটরদের দাবি, আনচেলত্তিকে দোষী সাব্যস্ত করা হলে চার বছর নয় মাসের জেল এবং ৩.২ মিলিয়ন উইরো জরিমানা হতে পারে।

স্পেনের কর কর্তৃপক্ষের দাবি, ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ রাইটস থেকে আয় করা ৪.২ মিলিয়ন ইউরো গোপন করেছেন আনচেলত্তি, যেটা লুকানো হয়েছিল বিদেশি শেল কোম্পানির মাধ্যমে।

৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, মূলত নিজের জন্য একটি নির্দিষ্ট বেতন নিশ্চিত করার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। মাদ্রিদ যখন ছবির অধিকারস্বত্ত্ব থেকে ১৫% অর্থ দেয়ার প্রস্তাব দেয় তখন তিনি এটিকে ‘বেশ স্বাভাবিক’ মনে করেছিলেন। তিনি বলেন যে, সাবেক কোচ হোসে মরিনহোর ক্ষেত্রেও এমন হয়েছিল। কর জালিয়াতির কথা স্বীকার করার পর ২০১৯ সালে তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং ২.২ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল।

Scroll to Top