জেলা কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

জেলা কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাগুরা জেলা কারাগারে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুন, ডাকাতি ও অস্ত্র মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলী আকবর (৭০) নামের এক আসামীর মৃত্যু হযেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ হোসেন বলেন, ১৯৯০ সাল থেকে তিনি জেলা কারাগারে সাজা ভোগ করছেন। তাকে চারটি মামলায় ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। তিনি উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।

তিনি বলেন, সকাল ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে।

GOVT

Chokroanimation

Scroll to Top