জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করলেন জেলাশাসক, কারণ কী? 

জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করলেন জেলাশাসক, কারণ কী? 

জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করলেন জেলাশাসক, কারণ কী? 

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার পর্যটনকে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চুপির পাখিরালয়কে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক।

জেলা শাসক পরিদর্শন 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পর্যটনকে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চুপির পাখিরালয়কে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানি পূর্বস্থলী ১ ও ২ ব্লকের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন৷ চুপির পাখিরালয়, কাঠপুতুলের নতুনগ্রামের শিল্পীদের সঙ্গেও তিনি কথা বলেন৷ পর্যটন কেন্দ্রগুলিতে সেখানকার হস্তশিল্পীদের জন্য স্টল গড়ে দেওয়া হবে৷ যাতে পর্যটকদের সঙ্গে হস্তশিল্পীদের সরাসরি যোগাযোগ হয়৷

কচুরিপানা দিয়ে হস্তশিল্পেরও প্রসার ঘটানো হবে৷ এছাড়াও জেলা শাসক বলেন, চুপিকে আন্তর্জাতিকমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তারজন্য এলাকার পার্শ্ববর্তী অংশের জায়গা সহ বিভিন্ন বিষয়গুলি দেখতে হয়। সেইসব বিষয়গুলি পরিদর্শন করে দেখা হচ্ছে। পাশাপাশি চুপি ছাড়ি গঙ্গার জলে অনেকে প্লাস্টিক ব্যবহার করে ফেলা হচ্ছে৷ এটা যাতে বন্ধ করা হয় তারজন্য বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন- ঠান্ডায় জবুথবু পৌষ সংক্রান্তি,এবার শীতের মরণ কামড়,কতদিন কনকনে ঠান্ডার ব্যাটিং?

জেলা শাসক পূর্বস্থলী -২ ব্লকে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, বিডিও ও বিধায়ক তপন চট্টোপাধ্যায় কে নিয়ে ঘোরেন৷ প্রথমে তিনি কাঠপুতুলের নতুনগ্রামে যান৷ সেখানকার শিল্পীরা গ্রামে ঢোকার জন্য রাস্তা সংস্কারের আবেদন জানান জেলা শাসককে৷ তারপর তিনি চুপির পাখিরালয় পরিদর্শন করেন৷ পাশাপাশি পূর্বস্থলী -১ ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘোরেন মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে৷ বিশেষ করে কুটিরপাড়ায় কচুরিপানা থেকে নানা হস্তশিল্প সামগ্রী তৈরি করা হয়৷

এরজন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে৷ জেলা শাসক সেসবক পরিদর্শন করেন৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুনগ্রামের কাঠপুতুল আগে শিল্পীরা অনলাইনেও বিক্রি করেন৷ তাই দুটি নামী অনলাইন বিপণন সংস্থার সঙ্গে শিল্পীদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হবে৷ যাতে সারা বিশ্বজুড়ে অনলাইনের মাধ্যমে বাংলার এমন হস্তশিল্প কিনতে পারেন৷ তাছাড়া চুপির পাখিরালয়ে কাঠপুতুল শিল্পীদের স্টলের ব্যবস্থাও করা হবে৷ কারণ এখানে সারা বছর প্রচুর পর্যটকের সমাগম ঘটে৷ তাতে শিল্পীরা লাভবান হবেন আর্থিক দিক দিয়ে৷

আরও পড়ুন- অভাব, নিজে পেপার বিক্রি করে সংসার চলে, মাধ্যমিকের পর কী? সেই চিন্তায় দেবাঞ্জন

পূর্বস্থলী -১ ব্লকেও একই ব্যবস্থা করা হবে। জেলা শাসক আরও জানান, চুপির পরিকাঠামো আন্তর্জাতিক মানের গড়ে তুলতে গেলে জমির প্রয়োজন রয়েছে৷ তাই সেব খতিয়ে দেখা হবে৷ প্রসঙ্গত, জেলা শাসক আউশগ্রাম ১ ও ২ ব্লকের একাধিক পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করেন৷ জেলার পর্যটন কেন্দ্র গুলি যাতে পর্যটকদের কাছে আরও আকর্ষিত করা যায় তারজন্য জেলার পক্ষ থেকে রাজ্যে প্রস্তাব পাঠানো হবে৷ তারজন্য সরোজমিনে তিনি সব পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন৷

বনোয়ারীলাল চৌধুরী

Next Article

Tiger Fear in West Bengal: জিনাত অতীত, বেলপাহাড়িতে এবার নতুন বাঘের আতঙ্ক! কেন জানেন? শিউরে ওঠা ঘটনা

Scroll to Top