জেলায় জেলায় ঘুরে গ্রাফিতির ১০ হাজার ছবি তুলেছেন মাহমুদুজ্জামান

জেলায় জেলায় ঘুরে গ্রাফিতির ১০ হাজার ছবি তুলেছেন মাহমুদুজ্জামান

রংপুরের কলেজশিক্ষক মনিরুজ্জামান তাঁর দুই সন্তানকে ঘরে আটকে রাখতে পারছিলেন না। তারা গ্রাফিতি আঁকবেই। বাধ্য হয়ে তিনিও তাদের পাশে দাঁড়িয়ে গেলেন।

অঞ্চলভেদে গ্রাফিতিতেও কিছু পরিবর্তন চোখে পড়েছে। ঢাকায় যে গ্রাফিতিতে লেখা হয়েছে ‘ঘুষ চাইলে ঘুষি’, চট্টগ্রামে সেটি হয়েছে ‘ঘুষ চাইলে মাইজ্যোম’। ঢাকায় যেটা ‘আইজ অন ডাকাত’, চট্টগ্রামে সেটি ‘ডাকাইত হন্ডে?’ কোথাও আবার ‘স্বপ্নের শহর নাটোর’ কিংবা ‘রাজশাহী’তে যে ম্যাপ আঁকা হয়েছে, সেই ম্যাপে ওই জেলার আয়তন সবচেয়ে বড় দেখানো হয়েছে।

আবার গোপালগঞ্জে সারা দিন ঘুরেও বেশি গ্রাফিতির ছবি তুলতে পারেননি মাহমুদুজ্জামান। কারণ, সেখানে এই শিল্পকর্মটি কম দেখা গেছে। দু-একটা থাকলেও ছবি তুলতে গেলে অপরিচিত লোকেরা এসে পাশে দাঁড়িয়েছেন। ‘কেন তুলছেন’, ‘এসব কী দরকার’, এমন নানা প্রশ্নে তাঁকে জর্জরিত করেছেন।

Scroll to Top