জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি নির্বাচন | চ্যানেল আই অনলাইন

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি নির্বাচন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি) -এর স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিল (এসএমসি) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন অভিভাবকরা।

নির্বাচনে সর্বোচ্চ ১৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল্লাহ নাসির উদ্দিন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া বাকি তিনটি সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে মিজানুর রহমান (১০৩ ভোট), সুমন উর রশিদ (৭৩ ভোট) ও আবদুল আরিফ খান (১৮ ভোট)।

ভোটগ্রহণ শুরু হয় বেলা ২টায় এবং শেষ হয় সন্ধ্যা ৬টায়। মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মো. মতিউর রহমান খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা মনোয়ার, আরিফুর রহমান, মেহের মোহাম্মদ হেলাল এবং মোসলেহ উদ্দিন।

নির্বাচন উপলক্ষে ছিল সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করেন সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে। নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল জেদ্দার কর্মকর্তা এ এস এম সায়েম, কাউন্সিলর (কনসুলার উইং) এবং সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিকগণ।

ফলাফল ঘোষণার পর বিজয়ী চেয়ারম্যান আবদুল্লাহ নাসির উদ্দিন বলেন, এটি শুধু আমার বিজয় নয় বরং পুরো অভিভাবক সমাজের বিজয়। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। স্বচ্ছতা ও জবাবদিহি হবে আমাদের মূল অঙ্গীকার।

ভাইস চেয়ারম্যান এবং অন্য সদস্যরাও অভিন্ন স্বরে বলেন,সমন্বিতভাবে কাজ করলেই শিক্ষার মানোন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সাবেক চেয়ারম্যান ওমর ফারুক নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই স্কুল আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য। তাই এসএমসির প্রতিটি পদক্ষেপে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা উন্নয়নে অংশগ্রহণ করা প্রতিটি অভিভাবকের সামাজিক দায়িত্ব।

Scroll to Top