জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের কয়েকটি লাগেজ থেকে তামাকজাত দ্রব্য জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হজ মিশনকে জানানো হয় এবং হজযাত্রীদের প্রতি সতর্কতা জারি করা হয়। চলতি বছর হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গত বছর অবৈধভাবে হজ করতে গিয়ে হিটস্ট্রোকে কয়েকশ মানুষের মৃত্যু ঘটায় এবারের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সৌদি সরকারের নিয়ম-কানুন কঠোর। তাই হজযাত্রীদের অনুরোধ করব— তারা যেন কোনোভাবেই নিয়ম ভঙ্গ না করেন। তামাকজাত দ্রব্যসহ নিষিদ্ধ কিছু বহন করা থেকে বিরত থাকেন।
হজ মিশন সূত্র জানায়, হজযাত্রার পুরো প্রক্রিয়ায় সৌদি সরকার এখন প্রযুক্তিনির্ভর কঠোর মনিটরিং করছে। যারা বৈধ ভিসা ও নিবন্ধন ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদের গ্রেফতারসহ আইনগত কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সৌদি সরকারের এমন অবস্থানে বাংলাদেশের হজযাত্রীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।