বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই সনদ এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। নির্বাচনের এই ঘোষণা দেশের গণতান্ত্রকামী মানুষের সামনে অপার সুযোগ তৈরী করেছে বলে জানান তিনি।
বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, এই নির্বাচনের জন্য দেশের মানুষকে দীর্ঘ দেড় দশক ধরে অপেক্ষা করতে হয়েছে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশের জনগণের সমর্থন চায় বিএনপি।
দেশের জনগণের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে হলে দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না। জাতীয় স্বার্থে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ আমলে কেউ নিরাপদ ছিল না, এটা সকল গণতান্ত্রিক শক্তিকে মনে রাখতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে।
বিএনপির এই বিজয় মিছিলকে ‘অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে যাত্রা’ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান।