আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায়ে রাজধানী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ আহ্বান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার ২৮ জুলাই বিকেলে ময়মনসিংহে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত নগরীর টাউন হল প্রাঙ্গণের সমাবেশে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দুদকসহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে।
তিনি আরও বলেন, এনসিপি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত প্রত্যাশা করে। এসব প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির নাম ও ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। এনসিপি যখন রাজনীতির নতুন বন্দোবস্তু নিয়ে ব্যস্ত, তখন কোন কোন নেতা চাঁদাবাজি করবেন, এটা বরদাশত করা হবে না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজদের কোন ঠাঁই হবে না।
সোমবার বিকেলে টাউনহল প্রাঙ্গণে বৃষ্টিবিঘ্নিত সমাবেশের আগে নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ময়মনসিংহ নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা বের করে গাঙিনাপাড় ও নতুন বাজার মোড় হয়ে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশে ময়মনসিংহে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের স্বজনেরাও বক্তব্য রাখেন।
সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনসহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।