সমাবেশে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাকিম বলেন, তাঁরা চান, জুলাই সনদে তাঁদের নাম থাকুক। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানান।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল মনসুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। সে জন্য জুলাই সনদে তাঁদের অবদান তুলে ধরতে হবে।
অবসরপ্রাপ্ত মেজর জামিল ডি আহসান বলেন, স্বাধীনতা পাওয়ার পর তা বিপন্ন হওয়ার পথে ছিল। ৫ আগস্ট তা আবার পুনরুদ্ধার করা হয়েছে। আজকের দিনকে ঐতিহাসিক হিসেবে তাঁরা স্মরণ করছেন। তাঁরা দেশের জন্য আগেও ছিলেন, এখনো আছেন।