জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ | চ্যানেল আই অনলাইন

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ | চ্যানেল আই অনলাইন

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন অবরোধকারীরা। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়। শাহবাগের একপাশে অবরোধকারীদের পক্ষ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় লেখা ব্যানার টানানো হয়েছে। লাল-সবুজ পতাকা হাতে শতাধিক মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে।

বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হলেও জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Scroll to Top