জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অচল | চ্যানেল আই অনলাইন

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অচল | চ্যানেল আই অনলাইন

রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই যোদ্ধারা। তাদের এ কর্মসূচির ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার ১ আগস্ট সকাল থেকেই শাহবাগ মোড়ে জমায়েত শুরু করেন আন্দোলনকারীরা। সড়কের ওপর ত্রিপল বিছিয়ে তাঁরা সেখানে বসে আছেন। অস্থায়ীভাবে নির্মিত মঞ্চ থেকে একের পর এক বক্তব্য দিচ্ছেন নেতারা। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে চারদিক, ফলে শাহবাগমুখী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই সনদের বাস্তবায়নে সরকার এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আহত ও নিহত আন্দোলনকারীদের পরিবারের সদস্যদেরও এবার সরাসরি রাজপথে নামতে হয়েছে বলেও জানান তারা।

একজন আন্দোলনকারী বলেন, জুলাই সনদ কোনো আবদার নয়, এটি আমাদের অধিকার। আমরা গাছের ফুল চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।

তিনি আরও বলেন, আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। তা না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে তোলা হবে। আন্দোলন এখান থেকেই পরিচালিত হবে।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এর আগে বৃহস্পতিবার ৩১ জুলাই বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে প্রথমবারের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাই যোদ্ধারা।

সেদিন সড়কে অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দেন-রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না, অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

শাহবাগে এ কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় ও সংলগ্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। বিকল্প সড়ক ব্যবহারে নাগরিকদের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

Scroll to Top