জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন আসিফ নজরুল – DesheBideshe

জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন আসিফ নজরুল – DesheBideshe

জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন আসিফ নজরুল – DesheBideshe

ঢাকা, ০৫ আগস্ট – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্রে সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে রিক্রিয়েট করা, সেলিব্রেট করা, জুলাই ঐক্যকে তুলে ধরা খুব প্রয়োজন ছিল। রাষ্ট্র ভবিষ্যতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, তরুণ সমাজের আকাঙ্ক্ষা কী, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী–সবকিছুই আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিল, সেসব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা বিশ্বাস করি সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়। শহিদদের দেওয়া হয় জাতীয় বীরের খেতাব।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৫ আগস্ট ২০২৫



Scroll to Top