‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন হান্নান মাসউদ | চ্যানেল আই অনলাইন

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন হান্নান মাসউদ | চ্যানেল আই অনলাইন

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি—১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও লেখেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার—তাদেরকে বছর না পেরোতেই মূল্যহীন করে ফেলা হলো। যদি শহীদ পরিবার ও আমার সহযোদ্ধাদের সম্মান না দেওয়া হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে এ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিচ্ছি।

Scroll to Top