২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে মরদেহগুলো দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের জুরাইন কবরস্থানে পাঠানো হয়।
২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থেকে ৩ জন, পল্টন থেকে ১ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ১ নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, প্রতিটি মরদেহে আঘাতের চিহ্ন ছিল। একটি মরদেহে শর্টগানের গুলির চিহ্ন রয়েছে। বাকিগুলোতে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আদালতের আদেশে মরদেহগুলো হস্তান্তর করা হলো।
পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের পর ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়। তাদের পরিচয় শনাক্ত করার জন্য তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছিল। তবে দীর্ঘ ১ বছরেও কেউ তাদের খোজে না আসায় আঞ্জুমান মফিদুলের মাধ্যমে তাদের অজ্ঞাত পরিচয়েই দাফন করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, “আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই ছয় মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য পাঠানো হয়।
এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলম উপস্থিত ছিলেন।