জুমবাংলা ডেস্ক : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এ ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সঙ্গে সেনাপ্রধানের ইফতার ও নৈশভোজ
এ সময় সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।
ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্যরা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।