চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৭ দিনে প্রবাসীরা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বলা হয়েছে, চলতি বছরের ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২ হাজার ৯৯ মিলিয়ন ডলার। শুধু ২৭ জুলাই একদিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।
২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৫৭২ বিলিয়ন ডলার। এর অর্থ, জুলাইয়ের ২৭ দিনে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা ৩ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ।