বহু প্রতীক্ষার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত চলচ্চিত্র ‘অন্যদিন…’।
সিনেমাটি আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার ও স্বীকৃতি পেলেও দেশে এতদিন আটকে ছিল সেন্সর বোর্ডে। প্রযোজক সারা আফরীন জানান, ছবিটির রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। এমনকি ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট পাওয়া এবং ২০২১ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরও দেশে ছবিটি নিষিদ্ধ ছিল।
পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, “একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া।” তিনি জানান, চব্বিশের জুলাই না আসলে হয়তো এই ছবিটি কখনো মুক্তিই পেত না। ছবির মুক্তির মাধ্যমে তিনি তাই ‘জুলাই’কে উৎসর্গ করছেন, যেটি ছিল নিষেধাজ্ঞা কাটানোর মোড় ঘোরানো সময়।
গত ২৪ জুন স্টার সিনেপ্লেক্সে ছবির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান সাহিত্যিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। প্রদর্শনীর পর নির্মাণশৈলী ও বক্তব্যের জন্য দর্শকদের প্রশংসা পায় সিনেমাটি।
‘অন্যদিন…’ নির্মিত হয়েছে ‘জলত্রয়ী’ ট্রিলজির দ্বিতীয় কিস্তি হিসেবে। এর আগে প্রথম পর্ব ‘শুনতে কি পাও!’ পেয়েছিল বহু আন্তর্জাতিক সম্মাননা। ‘অন্যদিন…’ ইডফা, কান, লোকার্নো, ক্যামডেনসহ বিশ্বের শীর্ষ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।