গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরী করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ছিল দেশে সংস্কার হবে। নতুন রাজনৈতিক ব্যবস্থা হবে। মানুষ আশা করেছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে।
মঙ্গলবার (১ জুলাই) তিনি বলেন, জুলাইয়ের প্রথম প্রহরে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জুলাইয়ের বিরুদ্ধে ভয়ংকর অপতৎপরতা শুরু করেছে ফ্যাসিস্ট বাহিনী। ফ্যাসিস্ট শক্তি ভয় দেখাচ্ছে। সরকারের প্রতি আহ্ববান, যারা অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, পরাজিত আওয়ামী লীগ যদি এই কাজ করে তাহলে তাদেরকে রুখে দেয়ার আহ্বান। আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকারকে আরও তৎপর হতে হবে। সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
সোমবার (৩০ জুন) রাতে রাজধানীর হাতিরপুলে অবস্থিত গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল হাতিরপুল কার্যালয় থেকে কাঁচাবাজার হয়ে কাঁটাবন মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়।