আজ জুমার পর পাপিয়া বরেণ্য সঙ্গীত শিল্পী সারোয়ারের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আইয়ে খোলা হয়েছে শোক বই।
সবস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমার পর তার জানাজার নামাজ হবে।
তার মৃত্যুতে শোকের আবহ সঙ্গীতাঙ্গনে, শোকাহত চ্যানেল আই পরিবার। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত গুণী এই সংগীতজ্ঞ।