Last Updated:
চলতি বছরের জুন মাসের বলরামপুর ব্লকের এই রাস্তাতেই এক ভয়াবহ দু-র্ঘটনায় মৃত্যু হয়েছিল নয় জনের। একটি বোলেরো গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল ওই নয় জন।

নমশোলে স্পিড ব্রেকার
পুরুলিয়া: বলরামপুরের নামশোল এলাকার নাম শুনলেই যেন গা শিউরে ওঠে। অ্যাক্সিডেন্টাল জোন হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে এই জায়গাটি। ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় বারে বারে ঘটেই চলেছে একের পর এক দু-র্ঘটনা। দু-র্ঘটনা এড়াতে অবশেষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই দু-র্ঘটনাপ্রবণ এলাকায় বসানো হল স্পিড ব্রেকার।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসের বলরামপুর ব্লকের এই রাস্তাতেই এক ভয়াবহ দু-র্ঘটনায় মৃত্যু হয়েছিল নয় জনের। একটি বোলেরো গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল ওই নয় জন। স্থানীয়রা একাধিকবার স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছিল। অবশেষে তাদের দাবি মেনে দীর্ঘ এতদিন পর স্পিড ব্রেকার বসান হল ওই এলাকায়।
বলরামপুরের নামশোল এলাকায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই দুর্ঘটনা রাস টানতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল। আগামীদিনে এর ফলে মানুষ কতটা উপকৃত হয় সেটাই এখন দেখার বিষয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 31, 2025 5:47 PM IST
জুন মাসে একই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯…! এবার সেই জাতীয় সড়ক নিয়ে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, নিল বড় পদক্ষেপ