জুনিয়র ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জুনিয়র ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ায় চলতি জুনিয়র ডেভিস কাপ-২০২৫ টেনিস আসরে গ্রুপপর্বের দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল।

প্রথম খেলায় বাংলাদেশ ২-১ ম্যাচের ব্যবধানে প্যাসিফিক ওশেনিয়াকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও ২-১ ম্যাচের ব্যবধানে গুয়ামকে হারান কাব্য-তুষার-রাজিবরা। টানা দুই জয়ে আসরের পরের রাউন্ডে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় খেলার প্রথম এককে বাংলাদেশের মো. রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে হারান। দ্বিতীয় এককে কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও’র কাছে পরাজিত হলে ১-১ ম্যাচে খেলায় সমতা ফিরে আসে।

এরপর দ্বৈতের খেলায় দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। দ্বৈতে কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও এবং ক্যামেলিও চ্যাং জুটিকে হারান। বাংলাদেশ ২-১ ম্যাচে গুয়ামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

Scroll to Top