ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয়। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত।
ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন পর্ব। বরাবরের মতো এ পর্বও তারকাবহুল। তবে তুলনামূলক একটু বেশি। এবার জানা গেল, ঈদ ইত্যাদিতে পারফর্ম করবেন চিত্রনায়িকা শবনম বুবলী।
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরা হয়। সমকালীন ও বক্তব্যধর্মী দলীয় সংগীতের বিষয়— দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের শিকড় অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে সরিয়ে বিকৃতি স্বীকৃতি পাচ্ছে। এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এই দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন শবনম বুবলী ও ছোট পর্দার তারকা অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।
এ গানের কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন নৃত্য পরিচালক মামুন।
প্রতিবারের মতো ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফাগুন অডিও ভিশন।
ঢাকাপ্রতিদিন/এআর
The post জুটি বেঁধে নাচবেন বুবলী-তৌসিফ appeared first on Dhaka Protidin.