অস্ট্রেলিয়ায় চলমান টপএন্ড টি-টুয়েন্টি লিগের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে পাকিস্তান ‘এ’ দল শাহিনসের কাছে হেরেছিল নুরুল হাসান সোহানেরা। ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওপেনার জিশান আলম।
ডারউইনে ডিএক্সসি অ্যারেনায় টসে জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে নুরুর হাসান সোহানের দল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে নেপাল, বাংলাদেশ জয় পায় ৩৩ রানে।
বড় লক্ষ্যের জবাব দিতে নেমে কুশল মাল্লা ৪৭ বলে ইনিংস সর্বোচ্চ ৫৯ রানে অপরাজিত থাকেন। ওপেনার আসিফ শেখ দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া লোকেশ বামের থেকে আসে ১৫ রান। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৩টি উইকেট নেন, ২টি উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া একটি করে উইকেট নেন রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটে নেমে ঝড় তোলেন ওপেনার জিশান আলম। ৪৬ বলে ৫টি ছক্কা ও ৪টি চারের মারে ৭৩ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। এছাড়া নাঈম শেখের থেকে আসে ২৫ রান। নেপালের রিজান ধাকাল ২টি এবং করণ কেসি, নন্দন যাদব এবং সন্দ্বীপ লামিচানে নেন একটি করে উইকেট।
১১ দলের আসরে দুই ম্যাচ শেষে বাংলাদেশের অবস্থান ৮ এ।