ইসরায়েলের সঙ্গে চলমান জিম্মি-বন্দী বিনিময় চুক্তি পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখন রয়েছে। তবে এ জন্য দেশটিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণ করতে হবে।
সোমবার বিকেলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ কথা জানিয়েছে। এর আগে একই দিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য চুক্তি স্থগিত রাখা হতে পারে বলে জানিয়েছিল সংগঠনটি।
নতুন ঘোষণায় বলা হয়েছে, ‘নির্ধারিত বন্দী বিনিময়ের পাঁচ দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা (স্থগিতের) দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য যাতে (ইসরায়েলি) দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদারেরা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দী বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে।’