২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে এদিন খেলা হয়েছে ৪৪ ওভার, তাতে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৩৭ রান। এখনো অধিনায়ক নাজমুল হোসেন ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ৬০ বলে ২১ রান নিয়ে।
তৃতীয় দিনটি জিম্বাবুয়ের জন্য কঠিন ছিল বলে মানছেন মুজারাবানিও, ‘আমাদের জন্য আজ কঠিন দিন ছিল। বাংলাদেশ কঠিন লড়াই করেছে। তবে যা হয়েছে, খারাপ হয়নি।’ তবে এখনো তাঁরা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেসারের, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। ম্যাচে আরও অনেক সময় বাকি আছে। আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি।’