জিম্বাবুয়েকে ছোট দল হিসেবে দেখছে না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়েকে ছোট দল হিসেবে দেখছে না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

সিলেট থেকে: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট পরিসংখ্যানে দুদলের অর্জনই প্রায় কাছাকাছি। মোট ১৮ দেখায় বাংলাদেশের জয় ৮টিতে আর জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে, ড্র হয়েছে তিনটি। যদিও বর্তমানে কাগজে-কলমে রোডেশিয়ানদের থেকে তুলনামূলক শক্তিশালী টিম টাইগার্স। তবে জিম্বাবুয়ে ছোট দল হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার সকাল দশটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আগেরদিন ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে টিম টাইগার্স। অনুশীলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে এমন জানান টাইগার অধিনায়ক।

বলেছেন, ‘না আমরা সেভাবে দেখছি না। এই জিনিসগুলো অনেক সময় আপনাদের থেকে আসে। আবার সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা এই জিনিসগুলো তুলানা করে থাকেন। যেটা জিম্বাবুয়ে বা ছোট দল নাকি বড় দল এই জিনিসগুলো। পেশাদার ক্রিকেটে হিসেবে আমরা একটা বল বাই বল চিন্তা করি। কিভাবে ওই বলটার সঙ্গে আমরা ফাইট করে জিততে পারি।’

‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে আমাদের সেরাটা খেলাটা খেলতে পারি প্রতিপক্ষ যে দলই হোক না কেন। একটু আগে বললাম, সংস্কৃতি। আমরা জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলবো, সেই মন মানসিকতায় সেই শারিরিক ভাষা, সেই চিন্তাভাবনা যে সাউথ আফ্রিকা দলের বিপক্ষে থাকে বা একটা বড় দলের বিপক্ষে থাকে।’

‘এই জায়গায় যেন আপনাদের মধ্যে পার্থক্য তৈরি না হয়। খেলোয়াড়দের ক্ষেত্রেও যেন পার্থক্য তৈরি না হয়। আমি মনে করি আমাদের খেলোয়াড়দের মধ্যে এরকম পার্থক্য নাই যে ছোট দলের বিপক্ষে খেলছি বা বড় দলের বিপক্ষে খেলছি। উন্নতির জায়গা আছে। আমি মনে করি, এখান থেকে আমরা সেই শুরুটা করতে পারি।’-যোগ করেন শান্ত।

Scroll to Top