চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ইরফানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইউএনবি জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম খান আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক মুহাম্মদ ফারহান সাদিক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী প্রসিকিউটর (এপিপি) শরীফ মাহমুদ সায়েম ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা আশা করছি, আসামিকে ব্যাপক জিজ্ঞাসবাদের মাধ্যমে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা ছিল কি না, তা বেরিয়ে আসবে।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম, মাসুদ প্রধানীয়া, ইয়াসিন আরাফাত ইকরাম ও মো. শাহজাহান খান। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।