জাহাজে ডাকাতের হামলার ঘটনায় সর্বশেষ যা জানা গেল | চ্যানেল আই অনলাইন

জাহাজে ডাকাতের হামলার ঘটনায় সর্বশেষ যা জানা গেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনায় ৫ জনের মরদেহ ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। মুমূর্ষু ৩ জনকে হাসপাতালে আনা হলে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭। অপর আহত ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোস্টগার্ড সূত্রমতে, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনায় মাঝির বাজার এলাকায় এমভি আল-বাখেরা জাহাজটি নোঙর করা অবস্থায় ডাকাতের হামলা ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ৮ টায় চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে। আহত তিনজনকে কোষ্টগার্ডের একটি দল জাহাজ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

১৫-পুলিশের ধারণা, গত রাত দুইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কি কারণে এ হত্যা কাণ্ডে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা। জাহাজটি ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দর যাচ্ছিলো বলে জানা গেছে।

GOVT

জানা গেছে, সন্ধ্যায় একই কোম্পানির অপর জাহাজের (মুগনি-৩) নাবিকরা এই ছয় জনের পরিচয় জানিয়েছেন। তবে নিহতদের পরিচয়ের বিষয়ে এখনও জেলা প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। নিহতরা হলেন- জাহাজের মাষ্টার কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তি হলেন জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি নড়াইল জেলায়।

এদিকে এই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এই কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

Shoroter Joba

Scroll to Top