রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে জাল টাকা প্রস্তুতকারী চক্রের ৪ জনকে আটক করেছে র্যাব-১। জালনোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ এ সময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি জালনোট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
বিফ্রিংয়ে জানানো হয়, এক শ্রেণির অসাধু চক্র বাংলাদেশি জালনোট তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে অচল করতে এবং অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করতে সংঘবদ্ধ হয়েছে চক্রটি। এই চক্রটি জাল টাকা তৈরি করে নির্দিষ্ট কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে দিয়ে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে।
র্যাব জানায়, আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন জায়গা থেকে দেশি-বিদেশি জালনোট তৈরির কাঁচামাল সংগ্রহ করে চক্রটি দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও সরবরাহ করে আসছিল।
/এমএন